প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৬:২২ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫ ২০:০৫ পিএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক পুনঃস্থাপন সম্ভব। ট্রাম্প সম্প্রতি এক হোয়াইট হাউস মিটিংয়ে রেগে গিয়ে জেলেনস্কির বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি না করার অভিযোগ তোলেন।
জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্ক শুধুমাত্র দুই প্রেসিডেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের জন্য ওয়াশিংটনের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আপনার সাহায্য ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হবে।
এদিকে, এই ঘটনার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে হুঁশিয়ারি দেন যে, যদি ইউক্রেন শান্তি চুক্তি স্বাক্ষর না করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন বন্ধ করে দিতে পারে। ট্রাম্প জানান, তুমি শান্তি চাও না, তাহলে আমরা সরে যাব।
জেলেনস্কি পরবর্তীতে বলেন, আমি মনে করি আমরা কিছু ভুল করিনি, তবে আশা করি এই ঘটনা সাংবাদিকদের সামনে না ঘটত।