ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১০:৫১ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৫ ১১:২২ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কোনো চুক্তি স্বাক্ষর ছাড়াই ফিরে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে তার বৈঠক উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।
শনিবার (১ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
বৈঠকের শুরুতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের পক্ষে মত দেন ভ্যান্স। ভ্যান্সের মতের পর জেলেনস্কি তাকে প্রশ্ন করেন, আপনি কোন ধরনের কূটনীতির কথা বলতে চাইছেন জেডি?
সপাট উত্তরে ভ্যান্স বলেন, আমি সেই ধরনের কূটনীতির কথা বলছি, যা আপনার দেশ ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারে।
এতে জেলেনস্কি কড়া প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, ‘আমরা একজন খুনির (পুতিন) সঙ্গে সমঝোতা করব না।’
উত্তরে ট্রাম্প জেলেনস্কিকে জানান, আপনার হাতে এখন কোনো বিকল্প নেই। আমাদের সহায়তা পেতে হলে আপনাকে সমঝোতায় যেতে হবে।
উত্তপ্ত আলোচনা চলাকালে ট্রাম্প বৈঠক ছেড়ে চলে যান, পরে জেলেনস্কিকেও বেরিয়ে যেতে বলা হয়।
বৈঠকের পর ট্রাম্প বলেন, জেলেনস্কির বলা উচিত ছিল— আমি শান্তি চাই। কিন্তু তিনি শুধু দোষারোপ করে গেছেন।
তবে জেলেনস্কিকে ফের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
নিজের সমাজমাধ্যমে তিনি লেখেন, যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, সেদিন আবার ফিরে আসতে পারবেন।
সূত্র : রয়টার্স