× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা করছেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা করার নির্বাহী এক আদেশে স্বাক্ষর করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল পর্যায়ে কোনো সরকারি ভাষা নেই, তবে এটি কিছু রাজ্যে বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষত, টেক্সাসে স্প্যানিশ ভাষার ব্যবহার নিয়ে বেশ কিছু সময় ধরে উত্তেজনা চলছে। ২০১১ সালে টেক্সাসের এক সিনেটর দাবি করেছিলেন, অভিবাসী অধিকার কর্মীকে সিনেটের শুনানিতে ইংরেজি ভাষায় কথা বলার জন্য বলা উচিত, যদিও সেই ব্যক্তি স্প্যানিশে কথা বলতে চেয়েছিলেন। এই ধরনের ঘটনাগুলি দীর্ঘদিন ধরে চলতে থাকা ভাষা সম্পর্কিত বিতর্কগুলোকে আরও জোরালো করেছে, বিশেষত টেক্সাসের মতো রাজ্যে যেখানে এক সময় স্প্যানিশ সাম্রাজ্য এবং মেক্সিকোর অংশ ছিল।

ভাষা নিয়ে এই সংকট যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক বয়স্ক মেক্সিকান-আমেরিকানের জন্য বেদনাদায়ক হয়েছে; যারা ১৯৫০-এর দশকে সেখানকার স্কুলে স্প্যানিশ ভাষায় কথা বলার জন্য অনেকে শাস্তি পেয়েছিলেন বলেও ধারণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা