প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১০জন সন্ত্রাসী নিহত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্ত্রাসীদের আস্তানায় আক্রমণ চালানো হয়, যেখানে ১০ জন সন্ত্রাসী নিহত হয়।
অভিযানের পরও ওই অঞ্চলে আরও সন্ত্রাসীদের উপস্থিতির আশঙ্কায় ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের শেকড় সম্পূর্ণ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়।
সম্প্রতি খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর থেকেই দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড আরও তীব্র হয়ে উঠেছে।