× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহসার আন্দোলনে এবার পর্দানশীল নারীরাও

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৯:৫৫ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ২১:০৪ পিএম

পর্দানশীল নারীরাও মাহসার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করছে। ছবি: সংগৃহীত

পর্দানশীল নারীরাও মাহসার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করছে। ছবি: সংগৃহীত

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এবার পর্দানশীল নারীরাও মাহসা আমিনির মৃত্যুর কারণে দেশব্যাপী চলমান বিক্ষোভে যোগ দিয়েছেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে চাঁদরে শরীর ঢেকে রাখা নারীরাও সিস্তান-বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী জাহেদানের রাস্তায় 'নারী, জীবন, স্বাধীনতা' লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করেছেন।

শুক্রবার হওয়া এই বিক্ষোভে পর্দানশীল নারীরা স্লোগান দিচ্ছিলেন, 'হিজাব দিয়ে হোক, তা ছাড়া হোক, বিপ্লবের দিকে।'

এ ছাড়া হাজার হাজার পুরুষ এ শুক্রবার বিক্ষোভ করেছে। তারা স্লোগান দিচ্ছিল, 'শিশু হত্যাকারী সরকার চাই না।'

অসলো-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটসের(আইএইচআর) পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম জাহেদানে পর্দানশীল নারীদের এই বিক্ষোভ সম্পর্কে বলেছেন, এমনটা সত্যিই বিরল।

আমিরি আরও জানান, বেলুচ নারীরা ইরানের সবচেয়ে নির্যাতিতদের মধ্যে ছিলেন।

ইরানের রাজধানী তেহরানে গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় নারী নেতৃত্বাধীন বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়েছে।

আইএইচআরের দেওয়া তথ্যানুসারে, নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ৪৪৮ বিক্ষোভকারী মারা গেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তান ও পাকিস্তানের কাছে ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে।

ইসলামি বিপ্লবের পর ইরানের সরকার এই প্রথম বড় ধরনের প্রতিরোধের মুখে পড়েছে। বিক্ষোভ দমনে কঠোর হুশিয়ারির পরেও এটি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে ইরান শুরু থেকেই এটিকে পশ্চিমা চক্রান্ত হিসেবে অভিহিত করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা