প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৭ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের তেলেঙ্গানা রাজ্যের নাগারকুরনুল জেলার একটি নির্মাণাধীন টানেলে ছাদ ধসে আটকা পড়া আটজনের সঙ্গে এখনো কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টানেলের একটি অংশ ধসে পড়ার পর থেকে তারা আটকে রয়েছেন।
নাগারকুরনুল জেলার কালেক্টর বি সান্তোষ পিটিআই-কে জানিয়েছেন, "এখনও পর্যন্ত আমরা তাদের (আটকে পড়াদের) সঙ্গে যোগাযোগ করতে পারিনি। উদ্ধারকারী দল টানেলের ভেতরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, তারপরই বিস্তারিত জানা যাবে।"
আটজন শ্রমিক শ্রীশাইলম লেফট ব্যাংক ক্যানাল (SLBC) প্রকল্পের টানেলের প্রায় ১৪ কিলোমিটার ভেতরে আটকে পড়েছেন।
সরকারি সূত্র জানায়, হায়দ্রাবাদ থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে পাহাড়ের ভেতর খননকাজ চলছিল। এ সময় ৫১ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে টানেলের ছাদের একটি অংশ ধসে পড়ে। বেশিরভাগ শ্রমিক দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হলেও, দু’জন সাইট প্রকৌশলীসহ কয়েকজন টানেল বোরিং মেশিনের (TBM) কাছাকাছি আটকা পড়েন।
উল্লেখ্য, SLBC প্রকল্পটি শ্রীশাইলম জলাধার থেকে নালগোন্ডা জেলায় ৩০ হাজার মিলিয়ন ঘনফুট পানি সরবরাহের লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।