× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবসায়ীর ২৫০ বিটকয়েন যেভাবে ছিনতাই

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৬:২২ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৭:১০ পিএম

সেই ব্যবসায়ীর ডিজিটাল ওয়ালেটে এত বিটকয়েন সত্যিই ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ছবি : সংগৃহীত

সেই ব্যবসায়ীর ডিজিটাল ওয়ালেটে এত বিটকয়েন সত্যিই ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ছবি : সংগৃহীত

একজন বিটকয়েন হোল্ডারকে অপহরণ করে তার কাছ থেকে জোরপূর্বক ১৭ মিলিয়ন ডলারের ২৫০ বিটকয়েন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সেই বিটকয়েন হোল্ডার রুশ ব্যবসায়ী পুলিশের কাছে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন।

ভুক্তভোগী পুলিশের কাছে বলেছেন যে, ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার মস্কোতে। তিনি তার বিলাসবহুল বেন্টলি গাড়িতে ছিলেন। অপহরণকারীরা একটি ভ্যান থেকে লাফ দিয়ে তাকে ধরে ফেলে এবং মাথায় একটি ব্যাগ দিয়ে ঢেকে অজানা স্থানে নিয়ে যায়।

ভুক্তভোগী বলছেন, অপরাধীরা তার মোবাইল ফোন নিয়ে গেছে এবং সেখানে একটি অ্যাপ ইনস্টল করে, যেই অ্যাপ ডিজিটাল ওয়ালেটে প্রবেশের অনুমতি দেয়। সেখানে ২৫০টি বিটকয়েন ছিল। অপহরণকারীরা তাকে বিটকয়েন ওয়ালেটে প্রবেশে বাধ্য করে।

পরে অপহরণকারীরা সেই ব্যবসায়ীকে মস্কোর উত্তর-পশ্চিম সীমান্তের কাছে ক্রাসনোগর্স্ক শহর থেকে দূরে জঙ্গলে ফেলে দেয়।

এরই মধ্যে তদন্তকারীরা একটি ফৌজদারি মামলা চালু করেছে। তবে ডিজিটাল ওয়ালেটে এত অর্থ সত্যিই ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

টেলিগ্রামে এরই মধ্যে সেই ব্যবসায়ীকে অপহরণের ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে, অন্তত চারজন কমব্যাট পোশাকের ছদ্মবেশী ব্যক্তি সেই ব্যবসায়ীকে কালো বেন্টলি গাড়ি থেকে বের করে আনছে এবং হাতকড়া পরিয়ে গাড়িতে তুলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা