প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৭ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৬ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ২৯ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে দাবি উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) গত ১৬ ফেব্রুয়ারি জানায়, বাংলাদেশের জন্য ইউএসএইডের এই সহায়তা বাতিল করা হয়েছে এবং সহায়তা প্রাপ্ত সংস্থা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের জন্য একটি অখ্যাত সংস্থার কাছে ২৯ মিলিয়ন ডলার পাঠানো হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
ট্রাম্প দাবি করেন, ওই সংস্থায় মাত্র দুজন কর্মী আছেন এবং তারা এখন খুব ধনী হয়ে উঠবেন।
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কী। এটির মানে কী?’
এছাড়া ভারতে ভোটদানে উৎসাহিত করতে ২১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য।’
অন্যদিকে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো নির্বাচন সংক্রান্ত সহায়তা পায়নি। তারা বলছে, ২০২২ সালে বাংলাদেশকে ২১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছিল, যা ইউএসএইডের ‘আমার ভোট আমার’ এবং ‘নাগরিক প্রকল্প’ এর আওতায় ছিল।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া