× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৩:৫৫ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৪:১৭ পিএম

বিস্ফোরণে বিধ্বস্ত বাড়ি। ছবি : সংগৃহীত

বিস্ফোরণে বিধ্বস্ত বাড়ি। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে মেদিনীপুর জেলার নার্যবিলা গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনে আসা কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন।

শনিবারই (৩ নভেম্বর) মেদিনীপুর জেলায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সমাবেশ হওয়ার কথা।

সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও বের করা যায়নি। তদন্ত চলছে। তবে আঘাতটি এতটাই শক্তিশালী ছিল যে, খড়ের ছাদসহ মাটির বাড়িটি পুরোই উড়ে যায়।

বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের বাড়িতে দেশি বোমা তৈরি করা হচ্ছে।

রাজ্যে তৃণমূলের উন্নয়নের দাবির প্রতিক্রিয়ায় বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘রাজ্যে শুধু বোমা তৈরির শিল্প বিকাশ লাভ করছে।’

পশ্চিমবঙ্গ কমিউনিস্ট পার্টির নেতা সুজন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কেন এখনও নীরব, তিনি তার বিবৃতির দাবি করেছেন।

তবে এমন সব মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, বিরোধীদের পক্ষে কোনো প্রমাণ ছাড়াই পশ্চিমবঙ্গের শাসকদলকে দোষারোপ করা সহজ।

পশ্চিমবঙ্গে ২০২৩’র শুরুতে পঞ্চায়েত নির্বাচনের কথা রয়েছে। ক্ষমতাসীন তৃণমূল দল বলছে, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এরই মধ্যে পুলিশ রাজ্যজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে এবং বিপুল পরিমাণ দেশীয় বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা