× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় ৬ হাতির মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩২ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার হাবানারা এলাকায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ছয়টি বন্যহাতি মারা গেছে। ট্রেনটি এক পাল হাতিকে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এএফপির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এ দুর্ঘটনাকে শ্রীলঙ্কার ইতিহাসে বন্যপ্রাণী সংশ্লিষ্ট সবচেয়ে মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এক্সপ্রেস ট্রেনটি হাবারানা এলাকায় অবস্থিত বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশ দিয়ে যাচ্ছিল। জায়গাটি রাজধানী কলম্বো থেকে ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত। বৃহস্পতিবার ভোরে ট্রেনটি রেললাইনের ওপর দিয়ে পার হতে থাকা এক পাল হাতিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হাতির পালকে ধাক্কা দেওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে যাত্রীদের মধ্যে কেউ হতাহত হননি। এই দুর্ঘটনায় আহত আরও দুইটি হাতিকে বন্যপ্রাণী দপ্তরের কর্মকর্তারা চিকিৎসা দিচ্ছেন।

দুর্ঘটনার পর ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি হাতি রেললাইনের পাশে শুয়ে থাকা একটি আহত বাচ্চা হাতিকে পাহারা দিচ্ছে। 

শ্রীলঙ্কায় হাতিকে হত্যা করা বা আঘাত দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। দেশটিতে আনুমানিক সাত হাজার হাতির বসবাস। তৃণভোজী ও নিরীহ এই রাজসিক প্রাণীকে শ্রীলঙ্কার জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির বৌদ্ধ ধর্মভিত্তিক সংস্কৃতিতেও হাতির তাৎপর্য রয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বরে একই এলাকায় ট্রেনের ধাক্কায় দুইটি শিশু হাতি ও তাদের অন্তঃসত্ত্বা মা-হাতি মারা যায়। এরপর থেকে এখান দিয়ে ট্রেন চালানোর সময় গতিবেগ কম রাখার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা