× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচআইভি নিয়ে জাতিসংঘের সতর্কতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ঢুকেই বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে কয়েক লাখ মানুষ এইডসে মারা যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

‘ইন্টারন্যাশনাল স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে আর্থিক অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র । কিন্তু দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প এই অনুদান তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। এর ফলে বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদানকারীরা এই পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে জাতিসংঘের রোগ নিরাময় সংক্রান্ত অভিযানের প্রধান উইনি ব্যানিইমা জানিয়েছেন, ট্রাম্পের  অনুদান বন্ধ হওয়ায় বিশ্বে এইডসে আক্রান্ত কয়েক লাখ মানুষ মারা যেতে পারে। 

মার্কিন  অনুদানে উপকৃত হতেন প্রায় ২ কোটি এইডস রোগী। সাহায্য পেতেন ২ লাখ মানুষ। অনুদান বন্ধ হয়ে গেলে আগামী পাঁচ বছরে ৬০ লাখেরও বেশি মানুষ এইডসে মারা যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে।অবশ্য ট্রাম্প প্রশাসন জানিয়েছে, কিছু জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে তারা অনুদান দেওয়া বন্ধ করছে না। তবে আফ্রিকার স্বাস্থ্যকর্মীদের অবশ্য দাবি, তারা ইতোমধ্যেই বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা