× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া-যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বৈঠকে নেই ইউক্রেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫০ পিএম

রিয়াদে বৈঠকে বসেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। ছবি : রয়টার্স

রিয়াদে বৈঠকে বসেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। ছবি : রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা, যেখানে ইউক্রেন যুদ্ধের অবসান এবং মার্কিন-রুশ সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। তবে বৈঠকে ইউক্রেন ও ইউরোপের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।

এই আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেলিফোন সংলাপের পর আয়োজিত হয়েছে। পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইয়োরি উশাকভ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ বৈঠকে অংশ নিয়েছেন।

তবে ইউক্রেনকে বাদ দিয়ে এই আলোচনার আয়োজন নিয়ে কিয়েভ কড়া আপত্তি জানিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করেছেন, ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তিচুক্তি তারা মেনে নেবেন না। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোও বৈঠকের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ ইউরোপকে পাশ কাটিয়ে এ আলোচনা মহাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে তারা মনে করছে। তারা রাশিয়া-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় ইউরোপকে ভূমিকা রাখার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।

টেলিফোন আলোচনায় পুতিন ও ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি ও মধ্যপ্রাচ্য সংকটসহ নানা বিষয়েও কথা বলেছেন। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের মাধ্যমে ভবিষ্যতে দুই রাষ্ট্রনেতার সরাসরি সাক্ষাতের পথ উন্মুক্ত হতে পারে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা