× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনে শান্তিরক্ষায় সেনা মোতায়েনে প্রস্তুত যুক্তরাজ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৯ পিএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তিনি প্রয়োজনে ইউক্রেনে সেনা মোতায়েন করতে প্রস্তুত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্যারিসে ইউরোপের নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসার কয়েক ঘণ্টা আগে তিনি এ কথা জানান।

স্টারমার  বলেন, ‘যুক্তরাজ্য প্রয়োজনে নিজস্ব সেনা মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার যেকোনো ভূমিকা আমাদের দেশ এবং মহাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছে। ভবিষ্যতে পুতিনকে আরও আগ্রাসন থেকে বিরত রাখতে হলে ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা অপরিহার্য।’

ইউক্রেনীয়-অধিকৃত এবং রাশিয়া-অধিকৃত অঞ্চলের সীমান্তে অন্যান্য ইউরোপীয় দেশগুলির সেনাদের সঙ্গে যুক্তরাজ্যের মোতায়েন করা যেতে পারে বলে মনে করেন তিনি।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানেট যুক্তরাজ্যের সেনাবাহিনীর বর্তমান সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার পরই স্টারমার এমন মন্তব্য করেন। বিবিসিকে ড্যানেট বলেছিলেন, যুক্তরাজ্যের সেনাবাহিনী ‘এতটাই দুর্বল’ যে তারা ভবিষ্যতে ইউক্রেনে কোনও শান্তিরক্ষা মিশন পরিচালনা করতে পারবে না।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্রিটিশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়া লর্ড ড্যানেট বলেন, ‘ইউক্রেনে শান্তিরক্ষা মিশনের জন্য পর্যায়ক্রমে ৪০ হাজার পর্যন্ত ব্রিটিশ সেনার প্রয়োজন হবে কিন্তু আমরা সেই সংখ্যাটি এখনও পাইনি।’

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডেইলি টেলিগ্রামে লিখেছেন, ‌আমি এটা হালকাভাবে বলছি না। ব্রিটিশ পুরুষ এবং নারী সেনাদের সম্ভাব্য কঠিন বিপদের মুখে ফেলার যে দায় সেটি আমি গভীরভাবে অনুভব করি।

এদিকে সৌদি আরবে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। সেখানে ইউরোপ এমনকি খোদ ইউক্রেনের প্রতিনিধিত্ব থাকবে না বলেই খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট এরই মধ্যে বলে দিয়েছেন, তার দেশের ভবিষ্যৎ কী হবে সেই সিদ্ধান্ত নেওয়ার আলোচনায় তাদেরও থাকতে হবে। নইলে সেই সিদ্ধান্ত তিনি মানবেন না।

এমন পরিস্থিতিতে জরুরি শীর্ষ সম্মেলনে একত্রিত হচ্ছেন ইউরোপের নেতারা। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে প্যারিসে ব্রিটেন ছাড়াও বৈঠক করবেন জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস এবং ডেনমার্কের নেতারা। সেখানে ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনের নেতারাও যোগ দেবেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা