প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৯ পিএম
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন এবং এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী মোদি আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এই সফরের সম্ভাবনার কথা জানিয়েছে। এটি হবে মোদির প্রথম যুক্তরাষ্ট্র সফর, যা ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সফর পরিকল্পনা অনুযায়ী, মোদি প্রথমে ফ্রান্সের প্যারিস সফর করবেন এবং সেখানে ১০-১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন শীর্ষ সম্মেলনে" অংশ নেবেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হতে পারেন।
যদি মোদি প্যারিস থেকে সরাসরি যুক্তরাষ্ট্র সফরে যান, তবে এটি এমন এক সময়ে হবে যখন ভারত অভিবাসন নীতি এবং শুল্ক সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বিগ্ন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যদিও পরে মেক্সিকো ও কানাডার ক্ষেত্রে এই শুল্ক স্থগিত করা হয়। তবে চীনের ওপর আরোপিত শুল্ক বহাল রাখা হয়েছে।
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প এর আগে ২৭ জানুয়ারি এক ফোনালাপে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। উভয় পক্ষই দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিবিহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন। মার্কিন সেনাবাহিনীর একটি সি-১৭ উড়োজাহাজ ইতোমধ্যেই একদল ভারতীয় অভিবাসীকে নিয়ে ভারতের উদ্দেশে রওনা হয়েছে।
মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) নিশ্চিত করেছে যে, প্রাথমিকভাবে ১৮,০০০ ভারতীয় নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম ব্যাচের অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হয়েছে।
তবে উড়োজাহাজটি কোন মার্কিন অঙ্গরাজ্য থেকে ছেড়েছে, ভারতের কোথায় অবতরণ করবে এবং এতে ঠিক কতজন ভারতীয় রয়েছেন— এসব তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের মাটিতে পৌঁছাবে।
এই পরিস্থিতিতে, মোদির সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর অভিবাসন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা আনতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে।
সূত্র : এনডিটিভি