× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের শুল্কনীতি থেকে এক মাসের ছাড় পেল মেক্সিকো-কানাডা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৭ এএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মেক্সিকো ও কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকছে।

স্থানীয় সময় সোমবার এ ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে সীমান্তে দেশ দুটি কঠোর ব্যবস্থা নেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম অভিবাসন ও মাদক পাচার রোধে কড়া পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কার্যকর হতে যাওয়া শুল্ক ৩০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

কানাডা সরকার জানিয়েছে, তারা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে নতুন প্রযুক্তি ও জনবল মোতায়েন করবে এবং সংঘবদ্ধ অপরাধ, ফেন্টানাইল চোরাচালান ও অর্থ পাচার রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগ নেবে।

অন্যদিকে, মেক্সিকো তার উত্তরের সীমান্তে ১০ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে যুক্তরাষ্ট্রও মেক্সিকোকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে সব আমেরিকানের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। আমি সেটাই করছি। এ প্রাথমিক ফলাফলে আমি অত্যন্ত সন্তুষ্ট।’

শুল্ক আরোপের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো ও কানাডার মধ্যে বাণিজ্যযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছিল। তবে সীমান্ত নিরাপত্তা জোরদারের মাধ্যমে সে উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

ট্রাম্প জানিয়েছেন, আগামী মাসে কানাডা ও মেক্সিকোর সঙ্গে নতুন বাণিজ্যচুক্তির বিষয়ে আলোচনা করবেন। তবে চীনের সঙ্গে এ ধরনের কোনো আলোচনার সম্ভাবনা নেই। হোয়াইট হাউসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

মেক্সিকো ও কানাডার সঙ্গে শুল্ক ইস্যুতে আপাতত সমঝোতায় পৌঁছালেও চীনের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান বহাল থাকছে, যা বিশ্ববাজারে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা