× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র

পেন্টাগন থেকে ৪ গণমাধ্যমকে বিদায় করছেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্য নিউইয়র্ক টাইমসসহ চারটি গণমাধ্যমের কার্যালয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে সরিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দকৃত এসব জায়গায় অন্যদের স্থান দেওয়া হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিনের শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। নজিরবিহীন এ পদক্ষেপ গ্রহণ করার পেছনে যুক্তি হিসেবে অন্যদের জায়গা বরাদ্দের চাহিদার কথা উল্লেখ করা হয়।

‘নিউ অ্যানুয়াল মিডিয়া রোটেশন প্রোগ্রাম’ নিয়ে একটি নথিতে এ বিষয়ে বলা হয়েছে, দ্য নিউইয়র্ক টাইমস ছাড়াও ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর), কমক্যাস্ট করপোরেশনের মালিকানাধীন এনবিসি নিউজ এবং পলিটিকো- এ তিন গণমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে দেবে ট্রাম্প প্রশাসন। প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ১৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের জায়গা ছেড়ে দিতে হবে।

এ চার গণমাধ্যমের পরিবর্তে পেন্টাগনে স্থান পাবে নিউইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ক ও হাফপোস্ট নিউজ।

ট্রাম্প প্রশাসনের ঘোষণার প্রতিক্রিয়ায় এনবিসি নিউজের একজন মুখপাত্র ই-মেইলে বলেছেন, ‘কয়েক দশক ধরে আমরা পেন্টাগন থেকে খবর সম্প্রচার করছি। এখন সেই সম্প্রচার বুথে আমাদের প্রবেশের সুযোগ বাতিল করার এ সিদ্ধান্তে আমরা হতাশ।’

তিনি আরও বলেন, ‘এ সিদ্ধান্ত জাতীয় জনস্বার্থ-সংশ্লিষ্ট খবর সংগ্রহ ও সম্প্রচারে আমাদের সক্ষমতায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। তা সত্ত্বেও আমরা যে সততা ও দৃঢ়তাকে ধারণ করে সব সময় প্রতিবেদন করে গেছি, সামনের দিনগুলোতেও তা অব্যাহত রাখব।’

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন দ্য পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন বলেছে, সর্বোচ্চ পেশাদারত্ব অবলম্বন করা গণমাধ্যমগুলোকে এভাবে বের করে দেওয়ার সিদ্ধান্তে খুবই অস্বস্তিতে পড়েছে তারা।

আর ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের পরও পেন্টাগনের খবর পরিপূর্ণ ও নিরপেক্ষভাবে সংগ্রহ এবং প্রচার করার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখার কথা জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

দ্য নিউইয়র্ক টাইমস এক বিবৃতিতে আরও বলেছে, প্রবেশাধিকার বন্ধের এ পদক্ষেপ পরিষ্কারভাবে জনস্বার্থের অনুকূলে নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা