× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৮ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৬ এএম

ফিলাডেলফিয়ায় একটি শপিং মলের কাছে ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি : সংগৃহীত

ফিলাডেলফিয়ায় একটি শপিং মলের কাছে ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে পেনসিলভানিয়ার উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউর কাছে ছয় আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ছয় আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এরপর দ্রুত জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, বিমানটিতে চারজন ক্রু, একজন শিশুসহ দুজন যাত্রী ছিলেন। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এ মুহূর্তে কেউ বেঁচে আছে কি না আমরা নিশ্চিত করতে পারছি না।

ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয় সমাজমাধ্যম এক্সে এ দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছে। সেখানে জানানো হয়, একটি বড় ঘটনা ঘটেছে এবং আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পোস্টে জনসাধারণকে ওই অঞ্চলটি এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়।

এর আগে বুধবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এতে হেলিকপ্টার ও বিমান উভয়েই বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টার ও বিমানে আরোহী ৬৭ জনের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা