× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্কিন সাংবাদিকের দাবি

পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:২৫ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক টাকার কার্লসন দাবি করেছেন, জো বাইডেনের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল। গত সোমবার তিনি বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন তার পডকাস্ট ‘দ্য টাকার কার্লসন শো’—এর সর্বশেষ পর্বে এই দাবি করেন। তিনি বলেন, ‘বাইডেন প্রশাসন তা করেছে, তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছে।’ তবে বাইডেন প্রশাসন সত্যিই পুতিনকে হত্যার চেষ্টা করেছিল কি না, সে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি কার্লসন।

টাকার কার্লসন আরও বলেন, ‘যা একেবারেই পাগলামি। এটি বিকৃত মানসিকতা, যে কেউ এমন কিছু ভাবতেও পারে। তাহলে তারা কেন এটা করেছে? কারণ বিশৃঙ্খলা তাদের জন্য ঢাল হিসেবে কাজ করে।’ কার্লসন দাবি করেন, বাইডেন প্রশাসন ২০২১ সালের শুরু থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়েছে।

কার্লসন ২০২৩ সালে ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হন। মূলত চ্যানেলটির বিরুদ্ধে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের কারণে আইনি জটিলতা দেখা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তিনি প্রায়ই ক্রেমলিনের বক্তব্যের প্রতি সমর্থন জানান। তিনি কিয়েভকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেন এবং ইউক্রেনকে ‘অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন।

গত ফেব্রুয়ারিতে টাকার কার্লসন মস্কোয় যান এবং পুতিনের সঙ্গে এক সাক্ষাৎকার নিয়েছিলেন। অনেকের মতে, এই সাক্ষাৎকার ছিল একেবারে নমনীয় ও পক্ষপাতদুষ্ট। পরে গত ডিসেম্বরে তিনি আবার রাশিয়ায় গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাক্ষাৎকার নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা