× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটকের মালিকানা কিনতে আগ্রহী মাইক্রোসফট: ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ০১:৩৮ এএম

ছবি: আল জাজিরা

ছবি: আল জাজিরা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটকের মালিকানা কিনতে আলোচনা শুরু করেছে প্রযুক্তি খাতের বৃহৎ প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, টিকটক অধিগ্রহনের জন্য মাইক্রোসফট কোনো প্রস্তুতি নিচ্ছে কিনা এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, ভিডিও শেয়ারিং ওই প্লাটফর্মটি কেনার জন্য মাইক্রোসফটের সাথে আরও কয়েকটি প্রতিষ্ঠানেরও আগ্রহ রয়েছে। 

উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বন্ধ হয়ে যায় টিকটক। এর আগে, গত বছরের এপ্রিলে মার্কিন কংগ্রেসে পাস হওয়া চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার আইনটির বিষয়ে টিকটক, বাইটড্যান্স ও কিছুসংখ্যক ব্যবহারকারী চ্যালেঞ্জ করেন।

কিন্তু টিকটক নিষিদ্ধ করার একটি আইন গত শুক্রবার সুপ্রিম কোর্ট বহাল রাখেন। এরপর চরম অনিশ্চয়তা দেখা দেয়। কেননা, আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এরপর সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা চালু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা