× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইতিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১২ জন নিহত

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৩:২৭ পিএম

হাইতির মুখোধারী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

হাইতির মুখোধারী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

সশস্ত্র গোষ্ঠীর হামলায় হাইতির রাজধানীর কাছের একটি শহরে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি।

এছাড়াও মাদক সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সেখানের অনেক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। 

হামলার বিষয়টি স্বীকার করেছেন শহরটির মেয়র জোসেফ জিয়ানসন গুইলাউমি। 

টিআরটিওয়ার্ল্ড জানিয়েছে তিনি বলেছেন, কয়েকদিন আগে পুলিশ ও বাসিন্দারা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরের কবেরাট শহর থেকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বিতাড়িত করেছিল। কিন্তু তারা ফিরে এসে গত মঙ্গলবার রাতে এ ভয়াবহ হামলা চালিয়েছে। 

মেয়র এএফপি’কে বলেন, ‘আজ সকালে আমরা আগুনে পুড়ে যাওয়া কয়েকটি লাশ উদ্ধার করেছি।’ 

অনেক শক্তিশালী ও সশস্ত্র এ অপরাধী চক্র মাসের পর মাস ধরে হাইতির কবেরাট শহর নিয়ন্ত্রণ করে আসছে। 

মেয়র বলেন, কবেরাট শহরের অবস্থান একটি প্রধান সড়ক বরাবর হওয়ায় বিভিন্ন হামলার কারণে দেশটির যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে।

হাইতিতে বছরের পর বছর ধরে এই সংকট চলায় দেশটির অর্থনীতি, রাজনীতি ও জননিরাপত্তা মুখ থুবড়ে পড়েছে। 

২০২১ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট জোভেনাল মোইজ নিহত হওয়ায় দেশটির সংকট আরো ঘনীভূত হয়। 

মাদক কারবারি চক্রের বিস্তার ঘটে এবং তারা হাইতির অনেক এলাকার নিয়ন্ত্রণ নেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা