× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্কে হোটেলে আগুন, প্রাণ গেল ৬৬ জনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ২০:৫৯ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ২২:১১ পিএম

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

তুরস্কে হোটেলে আগুন লেগে ৬৬ জন নিহত ও কমপক্ষে ৫১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) রাতে দেশটির মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশে একটি স্কি রিসোর্টের পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, কার্তালকায়া স্কি রিসোর্টে কাঠের তৈরি ১২ তলা ভবনটিতে স্থানীয় সময় সোমবার রাত ৩টা ২৭ মিনিটে আগুন লাগে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে ও ভয়ংকর হয়ে ওঠে।
অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যে নিহতের সংখ্যা ১০ জানানো হলেও পরে তা ৬৬ জনের প্রাণহানির কথা জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তুর্কি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল ভবনটি থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে কমপক্ষে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। টেলিভিশন ফুটেজে হোটেলের পেছনে তুষার আবৃত পাহাড়ের সঙ্গে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ অংশে আগুন লাগে এবং তা উপরের তলায় ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, কার্তালকায়ায় অবস্থিত হোটেল এবং বোলুর কেন্দ্রস্থলের মধ্যে দূরত্ব ও ঠান্ডা আবহাওয়ার কারণে দমকল বাহিনীর পৌঁছাতে এক ঘন্টারও বেশি সময় লেগেছে।
সকাল পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা অব্যাহত ছিল। জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর জন্য ২৬৭ জনকে মোতায়েন করেছে। মধ্যরাত নাগাদ স্থানীয় মেয়র জানান, তারা এখনও হোটেলের কিছু অংশে পৌঁছানোর চেষ্টা করছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় হোটেলটিতে ২৩৪ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ বর্তমানে স্কুল বন্ধ থাকায় অবকাশ কাটাতে সেখানে গিয়েছিলেন। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা