× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১৪:৩১ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১৬:০৩ পিএম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান পার্ক চং-জুন। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান পার্ক চং-জুন। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান পার্ক চং-জুন পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তারে কেন বাধা দিয়েছিল- এ নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে তিনি পদত্যাগ করেন। খবর সিওল থেকে এএফপির।

প্রেসিডেন্টের নিরাপত্তা সেবার (পিএসএস) একজন কর্মকর্তা বলেন, ‘পার্ক চং-জুন শুক্রবার সকালে পুলিশের জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার সময় তার পদত্যাগপত্র জমা দেন। এটি পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক গ্রহণ করেন।’

এ পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন তদন্তকারীরা ইউনের সামরিক আইন জারির জন্য নতুন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

পার্ক সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তারের চেষ্টায় কোনো ধরনের রক্তপাত হওয়া উচিত হবে না। সরকারি সংস্থাগুলোর মধ্যে সংঘাতের কারণে অনেক নাগরিক উদ্বিগ্ন এবং আমি মনে করি কোনো অবস্থাতেই শারীরিক সংঘাত বা রক্তপাত হওয়া উচিত নয়।’

এদিকে তদন্তকারীরা নতুন করে ইউন সুক ইয়োলকে গ্রেপ্তারের উদ্যোগ নিচ্ছে। তা সম্ভব হলে ইউন হবেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে গ্রেপ্তার হওয়া প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট।

ইউনের নিরাপত্তা দল সিউলে তার বাসস্থানের চারপাশে কাঁটাতারের বেড়া ও বাস ব্যারিকেড স্থাপন করে নিরাপত্তা বাড়িয়েছে। সংসদে ইউনের অভিশংসন প্রক্রিয়া চলমান রয়েছে। এটি ১৪ জানুয়ারির থেকে শুরু হবে। আদালত ১৮০ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বিশ্লেষকরা বলছেন, গ্রেপ্তারের সময় সহিংস সংঘাত হলে ইউনের অবস্থান দুর্বল হতে পারে।

উল্লেখ্য, ৩ ডিসেম্বর সংক্ষিপ্ত সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর দেশে সৃষ্ট কয়েক দশকের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে থাকা ইউন তার নিরাপত্তা বাহিনীর সাহায্যে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। এ সংকটের মধ্যে ইউনের দল ‘পিপল পাওয়ার পাটি’র জনপ্রিয়তা বেড়েছে। শুক্রবার প্রকাশিত জনমত জরিপে দেখা গেছে, তিন সপ্তাহে দলের সমর্থন ২৪ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে পৌঁছেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা