প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৪:০৪ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১৬:০৭ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রনে আনতে দমকল কর্মীদের সহায়তার জন্য ৭৮৩ জন কারাবন্দিকে মোতায়েন করেছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিসিআর)। শুক্রবার (১০ জানুয়ারি) এবিসি নিউজ ও দ্য মিরর ইউএসের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
যেসব বন্দিরা স্বেচ্ছায় কনজারভেশন (ফায়ার) ক্যাম্পস প্রোগ্রামের অংশ হতে সাইন আপ করেছেন, তারা ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা ক্রু সদস্যদের (ক্যাল ফায়ার) সঙ্গে দাবানল নিয়ন্ত্রণে আনার কাজে যুক্ত রয়েছে।
সিডিসি আরও জানিয়েছে, দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে এই বন্দিরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। এ কাজে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে প্রতিদিন ৫ দশমিক ৮০ ডলার থেকে ১০ দশমিক ২৪ ডলার পর্যন্ত প্রদান করা হবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে সাড়া প্রদান করলে প্রতি ঘণ্টার জন্য তাদেরকে ১ ডলার করে দেওয়া হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক বিবৃতিতে বলেছে,‘সিডিসিআর ফায়ার ক্যাম্প প্রোগ্রাম দমকলকর্মীরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জীবন, সম্পত্তি ও প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য সিএল ফায়ার কর্মীদের সঙ্গে যোগ দিতে পেরে গর্বিত।’
সূত্র : এবিসি নিউজ, দ্য মিরর ইউএস