লস অ্যাঞ্জেলেসে দাবানল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৩:০২ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১৬:২২ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুইটি দাবানলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১০ হাজার বাড়িঘর ও স্থাপনা পুড়ে গেছে। তৃতীয় দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সান ফার্নান্দো ভ্যালির ওয়েস্ট হিলসে সর্বশেষ অগ্নিকাণ্ডের (দাবানলের) ঘটনা ঘটে। এদিকে দমকল কর্মীরা এখনও প্যালিসেডস ও ইটনের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
এর আগে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা সাতজন থেকে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেছেন,‘প্রচণ্ড বাতাসের কারণে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়বে বলে আমরা আশঙ্কা করছি।’
কর্মকর্তারা জানিয়েছেন,প্যালিসেডস ও ইটন উভয় স্থানের আগুনে পাঁচ হাজারেরও বেশি করে কাঠামো ধ্বংস হয়েছে। যার মধ্যে বাড়িঘরের পাশাপাশি গাড়ির মতো অন্যান্য সম্পত্তি রয়েছে। কর্মকর্তাদের এ নিশ্চয়তা দেওয়ার পরই বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সর্বশেষ নির্দেশটি এসেছে।
ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানিয়েছে, দুইটি দাবানল তাদের মধ্যবর্তী ৩০ হাজার একরেরও বেশি (১২ হাজার হেক্টর) জমি গ্রাস করেছে।