প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১১:৩৫ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১৩:০৫ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে একটি বাড়ির ভেতর থেকে স্বামী, স্ত্রী ও তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন।
নয়াদিল্লি থেকে প্রায় ৪৬ মাইল দূরে উত্তরপ্রদেশের মিরাট শহরের লিসাদি গেট থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।
মিরাটের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট বিপিন টাডা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তাদের ফোনে একটি তালাবদ্ধ বাড়ির বিষয়ে জানানো হয়। তারা এর প্রতিক্রিয়ায় সেখানে যান। সেখানে গিয়ে দেখতে পান বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ।
বিপিন টাডা বলছেন, ছাদ দিয়ে বাড়ির ভেতরে ঢোকার পর তারা (পুলিশ) মইন, তার স্ত্রী আসমা ও তাদের তিন মেয়েÑ আট বছরের আফসা, চার বছরের আজিজা ও এক বছরের আদিবার মরদেহ দেখতে পান।
তিনি আরও জানিয়েছেন, শিশু তিনটির মরদেহ একটি বিছানার বাক্সের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আর ওই দম্পতির মরদেহ পাওয়া গেছে ঘরের মেঝেতে। নিহত সবার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলছেন, ‘প্রাথমিক তদন্তে এ হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতার ইঙ্গিত মিলেছে। বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। এ থেকে বোঝা যায়, হামলাকারী পরিবারটির পূর্বপরিচিত।’
সূত্র : হিন্দুস্তান টাইমস, সিনহুয়া