প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১০:৩৪ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১০:৫৮ এএম
ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
গাজার মেডিকেল সূত্রগুলো জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি থেকে আলজাজিরার সংবাদদাতা জানিয়েছেন, চলতি বছরের প্রথম নয় দিনে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় প্রায় ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত ৪৬ হাজার ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ৯ হাজার ৩৭৮ জন।
এ ছাড়া ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরদেহগুলো বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।
সূত্র : আলজাজিরা