× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবানল মোকাবিলা

আমেরিকায় ফায়ারফাইটারদের সঙ্গে তারকাদের একাত্মতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৮:১৩ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১৮:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আমেরিকায় ভয়াবহ দাবানল মোকাবিলায় সাধারণ মানুষের পাশাপাশি ফায়ারফাইটারদের সহযোগিতায় এগিয়ে আসছেন তারকা অভিনেতারা।

অভিনেতা এবং লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডের বাসিন্দা স্টিভ গুটেনবার্গ ও জেমস উড লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে সেখানকার পরিস্থিতি গণমাধ্যমে তুলে ধরেছেন।

ওই এলাকায় ছড়িয়ে পড়া দাবানলকে ভয়াবহ আখ্যায়িত করে স্টিভ গুটেনবার্গ বলেন, ‘আগুনের তীব্রতা দেখে আমি ভয় পেয়ে গেছি। একে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করা যায়।’

দাবানলে স্কুলসহ বিভিন্ন স্থাপনা পুড়ে যাচ্ছে, লোকজন অন্যত্র সরে যাচ্ছে বলে জানান গুটেনবার্গ। প্রচণ্ড বাতাসের কারণে সহসাই এ দাবানল নিয়ন্ত্রণে আসবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গুটেনবার্গ বলেন, ‘এমন পরিস্থিতিতে সবার উচিত অন্যদের পাশে দাঁড়ানো।’ ফায়ারফাইটারদের গাড়ি প্রবেশের সুবিধায় রাস্তায় ফেলে রাখা গাড়ি সরিয়ে নিতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানান গুটেনবার্গ। প্রয়োজনে গাড়িতেই চাবি রেখে দেওয়ার পরামর্শ দেন তিনি। যেন অন্যকেউ সেখান থেকে গাড়িগুলো সরিয়ে নিতে পারে।

বাড়িতে আগুন লাগায় প্রতিবেশিকে উদ্ধারে এগিয়ে আসেন হলিউড তারকা জেমস উড। দাবানলের ভয়াবহতা নিয়ে সিএনএনের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বর্ণনা দেন কীভাবে প্রতিবেশিকে বাঁচানোর চেষ্টা করেছেন।

জেমস উড বলেন, ‘তার বাড়ির চারদিকে যেখানেই চোখ যায় সবকিছুই আগুনে পুড়ছে। ’ অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে গেলেও তারা ফিরে এসে তাদের সাজানো-গোছানো বাসস্থানটি পাবে না বলেও আক্ষেপ করেন উড।

ক্যাল ফায়ারের পাবলিক ইনফরমেশন অফিসার ডেভিড অ্যাকুনা জানিয়েছেন, প্রচণ্ড বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। কীভাবে আগুনের সূত্রপাত তা সঠিকভাবে বলা না গেলেও দাবানলের পেছনে মানুষের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে জানান তিনি। বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ারফাইটারদের বেগ পেতে হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

আগুনের কারণে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন প্যাসাডেনার বাসিন্দা ববি অলিভার। দূর থেকে আগুনের ভয়ঙ্কর রুপ দেখে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছিল। তাই কোনো ঝুঁকি না নিয়ে পাসপোর্টসহ প্রয়োজনীয় জিনিস ও প্রিয় কুকুরকে সঙ্গে নিয়ে বাড়ি ছাড়েন এ নারী। এ সময় শুধু আগুন নয়, প্রাণঘাতী প্রচণ্ড ধোঁয়া থেকেও বাঁচতে চেয়েছেন বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা