প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২০:২৬ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ২১:১২ পিএম
প্রতীকী ছবি
২০২৫ সালে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশিত হয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, আবারও শীর্ষে ওঠে এসেছে সিঙ্গাপুর। তবে এই তালিকায় গত বছরের তুলনায় তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফোর্বস জানিয়েছে, ২০২৫ সালে সিঙ্গাপুর তালিকায় অন্তর্ভুক্ত ২২৭টি বৈশ্বিক গন্তব্যের মধ্যে ১৯৫টিতে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা পাবেন।
শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকায় সিঙ্গাপুরের পরই রয়েছে জাপান। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে কোনো ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা পাবেন।
এ ছাড়া ১৯১টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন তালিকায় চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।
বাংলাদেশের পাসপোর্ট রয়েছে তালিকার তলানির দিকে। লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে তালিকায় ১০০তম অবস্থান বাংলাদেশের। এই অবস্থানে থেকে মাত্র ৪০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। এর আগের তালিকায় অবশ্য ৯৭ নম্বরে ছিল বাংলাদেশ।
তালিকাটিতে এবার বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র সাতটি দেশের।
সূত্র: ফোর্বস, হেনলি পাসপোর্ট ইনডেক্স