প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত
চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেছেন তারই ছোট বোন অ্যান অল্টম্যান। অ্যানের দাবি, ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্যাম তাকে নিয়মিত যৌন নিপীড়ন করতেন।
গত সোমবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মিসৌরী অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় জেলা আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলায় এজহারে উল্লেখ করা হয়, স্যাম অল্টম্যানের বয়স যখন ১২ তখন থেকেই তার ৩ বছরের ছোট বোন অ্যান অল্টম্যানকে যৌন নিপীড়ন করে আসছিলেন।
ওপেন এআই এর প্রধান এ নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান তার বোনের এ দাবিকে প্রত্যাখ্যান করে তার মা এবং দুই ভাইকে সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি যৌথ বিবৃতি দিয়েছেন।
এই বিবৃতিতে তিনি দাবি করেন, এইসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও বলেন, যারা পরিবারের সদস্যদের দেখাশুনা করেন তাদের অবিশ্বাস্যভাবে কঠিন মানসিক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়।
মি. অল্টম্যান বলেন, তিনি প্রতিমাসে তার বোনকে মাসিক খরচ দিয়ে থাকেন। তার বাসা ভাড়াও দিয়ে থাকেন। এবং একটি বাড়ি ক্রয়ের জন্য অফার করেছিলেন তাকে। কিন্তু অ্যান অল্টম্যান আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ দাবি করতে থাকেন।
কিন্তু মিস এল্টম্যান দাবি করেছেন যে তার ভাই তাকে ‘প্রলুব্ধ করেছিলেন এবং হাত ড়েছিলেন’ এবং বেশ কয়েক বছর ধরে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।
মিস অল্টম্যান বলেছেন যে তিনি ‘গুরুতর শারীরিক আঘাত’, তীব্র মানসিক যন্ত্রণা এবং হতাশা ভোগ করেছেন।
তিনি আরও বলেন, যে আঘাতের চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যের জন্য চিকিৎসার কারণে তিনি অসংখ্য চিকিৎসা বিল বহন করেছেন।
যুক্তরাজ্যে যৌন অপরাধের শিকার বা অভিযুক্তদের আজীবন গোপনীয়তার অধিকার রয়েছে। এই অধিকার সৃষ্টিকারী যুক্তরাজ্যের আইন মার্কিন যুক্তরাষ্ট্রের লোকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
মি. অ্যাল্টম্যান বলেছেন, ‘বছরের পর বছর ধরে আমরা অ্যানিকে সমর্থন করে আসছি এবং তার কল্যাণের জন্য এবং সহায়তা করার জন্য বিভিন্ন উপায় বের করার চেষ্টা করেছি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পরিস্থিতি আমাদের পুরো পরিবারকে অতিরিক্ত যন্ত্রণা দেয়। নির্যাতনের শেষ ঘটনাটি যখন ঘটেছিল তখন মি. অ্যাল্টম্যান অপ্রাপ্তবয়স্ক ছিলেন এবং তার বোন তখনও শিশু ছিলেন।
মিস অল্টম্যান এর আগে এক্স-এ তার ভাইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনেন।
২০২২ সালের শেষের দিকে, ওপেনএআই চ্যাটজিপিটি জেনারেটিভ এআই চ্যাটবট চালু করেন তিনি।
২০২৪ সালে তার কোম্পানী থেকে বরখাস্ত হওয়ার মাত্র কয়েক দিন পরে মি. অ্যাল্টম্যান ওপেনএআই এর ‘বস’ হিসাবে ফিরে আসেন।