× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৪:৪৮ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৬:২০ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার দাবি জোরালো হওয়ার প্রেক্ষাপটে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান ৭৭ বছর বয়সি শেখ হাসিনা। ওই দিন ভারতের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছনোর পর থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।, যদিও তাকে দিল্লির একটি সেফহাউসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার গত ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো স্বাক্ষরবিহীন কূটনৈতিক চিঠিপত্রের মাধ্যমে হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক উপরে উল্লেখিত ব্যক্তিরা জানিয়েছেন, দেশটিতে (ভারতে) থাকার সুবিধার্থে সম্প্রতি এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। শরণার্থী ও আশ্রয়ের মতো বিষয়গুলো মোকাবেলা করার জন্য ভারতের কোনও সুনির্দিষ্ট আইন নেই উল্লেখ করে তারা হাসিনাকে দেশে আশ্রয় দেওয়ার জল্পনা-কল্পনা নাকচ করে দিয়েছেন।

বিস্তারিত বিবরণ না দিয়ে ওই ব্যক্তিরা আরও জানিয়েছেন, ভিসার মেয়াদ বাড়ানোর মতো বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের স্বাক্ষর প্রয়োজন। তাই এই পদক্ষেপটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে জড়িত। স্থানীয় বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিসের (এফআরআরও) মাধ্যমে তা করা হয়েছে।

গত ৩ জানুয়ারি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধে সাড়া দেবে না ভারত সরকার। এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, এ ধরনের একটি বিষয়কে এগিয়ে নিতে প্রয়োজনীয় মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি ঢাকা।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশের এক কর্মকর্তা ঘোষণা করেছেন, জুলাইয়ে বিক্ষোভের সময় গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

অন্তর্বর্তী সরকারের মুখপাত্র আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন,‘পাসপোর্ট অধিদপ্তর জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত ২২ জনের পাসপোর্ট বাতিল করেছে ও জুলাই মাসের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা