প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৩:০৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৬:২০ পিএম
ল্যান্স হাবিলদার আব্বাস আলী, নায়েক মুহাম্মদ উসমান ও নায়েক মুহাম্মদ নাজির (বাঁ দিক থেকে)। ছবি : সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির সেনাবাহিনীর পরিচালিত তিনটি পৃথক অভিযানে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পাকিস্তানী সেনা ও ১৯ জন সন্ত্রাসী। মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর বরাত দিয়ে পাকিস্তানী সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
কেপি প্রদেশের কারাক, পেশোয়ার ও মহমান্দ জেলায় এ অভিযানগুলো পরিচালিত হয়েছে।
সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, ২০২৫ সালের ৬-৭ জানুয়ারি খাইবার পাখতুনখোয়া প্রদেশে তিনটি পৃথক সামরিক অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত হয়েছে।
সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আরও জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী জঙ্গিদের উপস্থিতির খবরের ভিত্তিতে পেশোয়ার জেলার মাতানি এলাকায় গোয়েন্দা তৎপরতা চালিয়েছে। এ অভিযানের সময় তারা সফলভাবে সন্ত্রাসীদের অবস্থান বের করতে সক্ষম হয় ও আট সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে।
আইএসপিআর জানিয়েছে, দ্বিতীয় গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয় মহমান্দ জেলার বাইজাই এলাকায়। এখানে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। গোলাগুলিতে আটজন সন্ত্রাসী নিহত হয়েছেন। একইসঙ্গে তিনজন সেনা সদস্যও শহীদ হয়েছেন।
আইএসপিআর জানিয়েছে, বীরত্বের সঙ্গে লড়াই করে ৩৮ বছর বয়সি ল্যান্স হাবিলদার আব্বাস আলী, ৩৭ বছর বয়সি নায়েক মুহাম্মদ নাজির ও নায়েক মুহাম্মদ উসমান শাহাদাত বরণ করেছেন।
কারাক জেলায় আরেকটি সফল অভিযানে চালিয়েছে সেনা সদস্যরা। এ অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।
সূত্র : জিও নিউজ