× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১১:১০ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৪:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি শহরতলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বাড়িঘর পুড়ে ধ্বংস হয়ে গেছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লস অ্যাঞ্জেলেসের ২ হাজার ৯০০ একরের বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে দাবানলটি।

কর্মকর্তারা জানিয়েছেন, সান্তা মনিকা ও মালাবু উপকূলীয় শহরগুলোর মধ্যে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় কমপক্ষে ২ হাজার ৯শ’ ২১ একর পুড়ে গেছে।

দমকল বাহিনীর প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানিয়েছেন, ১৩ হাজার ভবন হুমকির মুখে রয়েছে। এলাকাটি থেকে ৩০ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, প্যাসিফিক প্যালিসেডস এলাকার বাড়িঘরে আগুন জ্বলছে । বাসিন্দারা আগুন থেকে বাঁচতে তাদের গাড়ি ফেলে রেখে পায়ে হেঁটেই নিরাপদ স্থানের দিকে ছুটছেন।  

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোন জানিয়েছেন, প্যাসিফিক প্যালিসেডস ‘বিপদমুক্ত নয়’।

দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের শত শত কর্মী কাজ করছেন। দমকল কর্মীরা বিশেষ ব্যবস্থায় সমুদ্র থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন। 

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, আগুনের লেলিহান শিখা বাড়িঘরকে গ্রাস করছে ও বুলডোজার দিয়ে রাস্তা থেকে পরিত্যক্ত গাড়িগুলো সরিয়ে ফেলা হচ্ছে, যাতে জরুরি সেবার গাড়িগুলো যেতে পারে।

এদিকে, লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ছুটিতে থাকা দমকল কর্মীদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, দাবানল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়তে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা