× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত বেড়ে ৯৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৫:৫৮ পিএম

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত বেড়ে ৯৫

চীনের তিব্বত অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন। বহু ভবন ধসে পড়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর বাড়িঘরের দেয়াল ভেঙে পড়েছে ও চারপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

চীনা আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে নেপাল সীমান্তের কাছে ডিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। 

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বত অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১।

এর আগে দেশটির আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তরের বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকালের এ ভূমিকম্পে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩২ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে তিব্বতের প্রতিবেশী দেশ নেপালেও। পাশাপাশি বাংলাদেশ, ভারত ও ভূটানেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

নেপালের নামচে অঞ্চলের সরকারি কর্মকর্তা জগৎ প্রসাদ ভুসাল এএফপিকে জানিয়েছেন, ভূমিকম্পে দেশটি বেশ জোরে কেঁপে উঠেছে। সবাই জেগে উঠেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তারা এখনও কিছু জানেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা