× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রিনল্যান্ড সফরে যাবেন ট্রাম্প জুনিয়র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৫:২৮ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:২০ পিএম

জন ট্রাম্প জুনিয়র। ছবি : সংগৃহীত

জন ট্রাম্প জুনিয়র। ছবি : সংগৃহীত

গ্রিনল্যান্ড সফরে যাবেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে জন ট্রাম্প জুনিয়র। মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

ডোনাল্ড ট্রাম্পের স্বায়ত্তশাসিত এই ডেনিশ অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করার দুই সপ্তাহ পরই তার ছেলে এ অঞ্চল সফরের পরিকল্পনার কথা জানালেন। 

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্প জুনিয়র একদিনের ব্যক্তিগত সফরে যাবেন গ্রিনল্যান্ডে। সেই সফরে তিনি পডকাস্টের জন্য ভিডিও ফুটেজ রেকর্ড করার পরিকল্পনা করছেন। তবে কবে সফরে যাবেন তার কোন সময় উল্লেখ করেননি তিনি।

গত ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একান্ত প্রয়োজন।’ আর এ মন্তব্যের মাধ্যমে তিনি গ্রিনল্যান্ড নিয়ে আরেক দফা বিতর্ক উস্কে দেন।

এর আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও আর্কটিক দ্বীপটি কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। দুইবারই গ্রিনল্যান্ডের নেতারা ট্রাম্পের এ আকাঙ্খাকে প্রত্যাখ্যান করেছেন।

গত ডিসেম্বরে ট্রাম্পের মন্তব্যের জবাবে দ্বীপটির প্রধানমন্ত্রী মিউট এগেদে বলেছিলেন,‘আমরা বিক্রির জন্য নই ও ভবিষ্যতেও বিক্রির জন্য থাকব না। গ্রিনল্যান্ডে গ্রিনল্যান্ডের জনগণের।’

সোমবার দেশটির নবনির্বাচিত এই প্রেসিডেন্ট তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ছেলের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ডন জুনিয়র ও বেশ কয়েকজন প্রতিনিধি গ্রিনল্যান্ডের সবচেয়ে চমৎকার কিছু এলাকা ও দর্শনীয় স্থান ভ্রমণ করবেন।

ট্রাম্প আরো বলেন,‘গ্রিনল্যান্ড যদি আমাদের দেশের অংশ হয়, তাহলে দ্বীপটি ও এর জনগণ ব্যাপকভাবে লাভবান হবে। বাইরের খুব খারাপ দুনিয়ার হাত থেকে আমরা একে রক্ষা করব ও যত্ন করব। গ্রিনল্যান্ডকে আবার মহান করে তুলুন!’

ডেনমার্কের বৈদেশিক মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ড সফর করলেও তিনি তার বাবার নতুন প্রশাসনের হয়ে গ্রিনল্যান্ড সফর করবেন না ।

মন্ত্রণালয়টি বিবিসিকে বলেছে, আমরা ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফরের কথা উল্লেখ করেছি। যেহেতু এটি কোনো আনুষ্ঠানিক সরকারি সফর নয়, তাই ডেনমার্কের বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয় এই সফর নিয়ে আর কোনো মন্তব্য করবে না।’

সূত্র : বিবিসি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা