× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

কুরস্কে ৫ মাসে ১৫ হাজার রুশ সেনা নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১২:৪৩ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩৬ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে গত পাঁচ মাসের লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। এতে প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

গত সোমবার জেলেনস্কি তার রাতের নিয়মিত ভিডিও ভাষণে বলেছেন,‘কুরস্ক অভিযানের সময় কেবল এই একটি অঞ্চলেই শত্রুপক্ষ (রাশিয়া) ইতোমধ্যে তার অন্তত ৩৮ হাজার সেনা হারিয়েছে।’

গত পাঁচ মাসের উল্লেখ করে তিনি জানিয়েছেন, রাশিয়া প্রায় ১৫ হাজার সেনা হারিয়েছে, যা তাদের জন্য অপূরণীয় ক্ষতি।  

তবে, জেলেনস্কি তার ভাষণে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে পরিসংখ্যানের কথা জানিয়েছেন, তার পক্ষে কোনও প্রমাণ দেননি। 

গত আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ব্যাপক আক্রমণ শুরু করে ইউক্রেন। আর এ অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয়। তবে রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা এর বেশিরভাগ অংশ পুনরুদ্ধার করেছে।

ইউক্রেন জানিয়েছে, তারা গত রবিবার অঞ্চলটিতে নতুন করে আক্রমণ শুরু করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ইউক্রেন ও পশ্চিমাদের হিসাবমতে, রুশ বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলে উত্তর কোরিয়ার প্রায় ১১ হাজার সেনা তাদের হয়ে লড়াই করছেন। রাশিয়া তাদের (কোরিয়ার সেনাদের) উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের অগ্রযাত্রা বানচাল করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল থেকে কুরস্ক শহরমুখী একটি রাস্তার কাছের বেরদিন বসতির কাছে ইউক্রেনের মূল বাহিনীকে ধ্বংস করা হয়েছে ।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের অগ্রসর হওয়ার প্রচেষ্টা বানচাল করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল থেকে কুরস্ক শহরমুখী একটি রাস্তার কাছের বেরদিন বসতির কাছে অবস্থানরত ইউক্রেনের বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে কুরাখোভ শহর দখলসহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

তবে, জেলেনস্কি তার বক্তব্যে কুরাখোভের বিষয়ে কিছুই উল্লেখ করেননি।

সূত্র : রয়টার্স
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা