প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১২:০৭ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৫:০৩ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ঝড়ের ফলে দেশটির একটি বড় অংশ বরফে ঢাকা পড়েছে। গণহারে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ভ্রমণ বিশৃঙ্খলা ও বিদ্যুৎবিভ্রাটও দেখা দিয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মেসৌরি, কেন্টাকি ও আরকানসাস এ সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সাধারণত উত্তর মেরু ঘিরে থাকা বরফশীতল বাতাসের মেরু ঘূর্ণি দ্বারা সৃষ্ট চরম আবহাওয়ার কারণে দেশটির ২ হাজার ৩০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। তা ছাড়া প্রায় ৯ হাজার ফ্লাইট বিলম্বের খবর পাওয়া গেছে।
তুষারঝড়ের কারণে ওয়াশিংটন ডিসি এলাকাজুড়েও ফেডারেল অফিস ও স্থানীয় স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঝড়ের তাণ্ডবের কারণে দেশটির স্থানীয় সময় সোমবার রাতে রাজ্যজুড়ে ২ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশে তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আর্কটিক অঞ্চল থেকে আসা ঠান্ডা বাতাস দেশটির একটি অংশ আরও কয়েক সপ্তাহ বরফের চাদরে মুড়িয়ে রাখতে পারে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন।
সূত্র : বিবিসি