প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৩:০১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ১৪:০৬ পিএম
ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে ৩০টি পৃথক হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। রবিবার (৫ জানুয়ারি) গাজার চিকিৎসক ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে কাতারভিত্তকি সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
গত তিনদিনে অবরুদ্ধ উপত্যকাটির আবাসিক ভবন, রাস্তায়, বাজারে বা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রের ভিতরে জড়ো হওয়া দলগুলোর ওপর চলমান ইসরায়েলি হামলায় ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা গাজায় চলমান যুদ্ধের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।
গাজা থেকে আল জাজিরার সংবাদদাতা ইব্রাহিম আল-খলিলি জানিয়েছেন, শনিবার ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পোৗঁছাতে হিমশিম খাচ্ছেন বেসামরিকে প্রতিরক্ষার কর্মীরা।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গাজায় বন্দিদের ফিরিয়ে আনতে কাতারে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৫৮৩ জন।
এ ছাড়া ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরদেহগুলো বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।
সূত্র : আলজাজিরা