প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১১:০৭ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ১১:১৭ এএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন। রবিবার (৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কর্মকর্তারা সংবাদমাধ্যম সিনহুয়াকে জানিয়েছেন, বাসটি করাচি থেকে তুরবতে যাত্রা করছিল। পথিমধ্যে তুরবত শহরের নিউ বাহমান এলাকায় বাসের কাছে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরিত হয়। ফলে এ হতাহতের ঘটনাটি ঘটে।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ ও ৩২ জন আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এ হামলায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা আহত হয়েছেন। সে বিষয়ের উল্লেখ করে ওই কর্মকর্তা বলেছেন,‘বিস্ফোরণের সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। তবে, একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এসএসপি জোহাইব মহসিন তার পরিবারের সঙ্গে ওই বাসে ছিলেন। আর তিনিই হামলার মূল লক্ষ্য হতে পারেন।’
হামলার শিকার ওই বাসের বাকিদের সঙ্গে জোবাইদ মহসিন ও তার পরিবারও একটি বিয়েতে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন।
বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি হামলার নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বিএলএ এ হামলার দায় স্বীকার করলেও কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেনি।
সূত্র : দ্য হিন্দু, সিনহুয়া