× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় এক দিনে ৩৪ দফা বিমান হামলা ইসরায়েলের, নিহত ৭১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১১:১৪ এএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১১:৩৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের অবস্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৭১ বেসামরিক লোক নিহত হয়েছে। এ সময় ফিলিস্তিনি নিরীহ লোকজনকে লক্ষ করে ৩৪টি বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম। খবর এএফপির।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আবাসিক অবস্থানে ইসরায়েলি বাহিনী রাতভর হামলা চালায়। এসব হামলায় কমপক্ষে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার ফিলিস্তিনি মিডিয়া সেন্টার জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আজ-জাওয়াদিয়া এলাকায় একটি বাড়ি লক্ষ করে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমাবর্ষণে ওমর আল-দুরাওই নামে একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে দুজন সাংবাদিককে হত্যা করল দখলদার ইসরায়েলিরা। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ২১৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি মানবাধিকার গ্রুপ আল-হক এক বিবৃতিতে জানিয়েছে, গাজার ফিলিস্তিনি অধিবাসীদের ওপর হামলা চালানো হচ্ছে ইসরায়েলি উচ্ছেদ অভিযান বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে। এ কারণেই মানবিক ‘নিরাপদ’ এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েল।

অন্যদিকে জাতিসংঘ বলেছে, ইসরায়েলকে অবশ্যই গাজার চিকিৎসা অবকাঠামোগুলোতে হামলা চালানো বন্ধ করতে হবে। এক বিবৃতিতে এ বিশ্ব সংস্থাটি গাজার চিকিৎসাব্যবস্থা লক্ষ করে ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত ৪৫ হাজার ৫৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এ ছাড়া এ যুদ্ধে আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৪৩৮ জন ফিলিস্তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা