× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবু সাফিয়ার অবস্থান জানাতে সেনাবাহিনীর প্রতি ইসরায়েলি চিকিৎসকদের আহ্বান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৩:৫৪ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯ পিএম

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া। ছবি : সংগৃহীত

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ার অবস্থান প্রকাশ করতে ইসরায়েলি সেনাদের কাছে জরুরি অনুরোধ জানিয়েছে দ্য ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল (পিএইচআরআই) সংস্থাটি। বুধবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনী কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে তারা হাসপাতালের সব রোগী ও কর্মীদের সেখান থেকে সরে যেতে বাধ্য করে ও হাসপাতালে আগুন লাগিয়ে দেয়। হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া যতক্ষণ না সর্বশেষ রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত হাসপাতাল ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। এজন তাকে আটক করে ইসরায়েলি দখলদারন বাহিনী। তার সঙ্গে হাসপাতালের কয়েক ডজন কর্মীকেও আটক করা হয়।

পিএইচআরআই জানিয়েছে,সংস্থাটি আবু সাফিয়ার পরিবারের পক্ষ থেকে এ আবেদন করেছে।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর আবু সাফিয়াকে আটক করা গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও এটি টিকিয়ে রাখা পেশাদারদের (চিকিৎসাকর্মী) ওপর একটি বৃহত্তর ইসরায়েলি আক্রমণের একটি অংশ। ইসরায়েলি বাহিনী এখন অবধি গাজায় এক হাজারেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মীকে হত্যা করেছে। ২৩০ জনেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মীকে আটক করেছে। যার মধ্যে এখনো ১৩০ জন তাদের হেফাজতে রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইনে স্বাস্থ্যকর্মীদের বিশেষ সুরক্ষার কথা বলা আছে। তা সত্ত্বেও চিকিৎসকরা ইসরায়েলি হেফাজতে নির্যাতনের শিকার হয়েছে। 

পিএইচআইআর বলেছে,‘গত ১৫ মাসে হাজার হাজার ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি হেফাজতে নির্যাতন করা হয়েছে। সহিংসতা ও চিকিৎসায় অবহেলার কারণে তাদের মধ্যে কয়েক ডজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন। আবু সুফিয়ানকে এ তালিকায় অবশ্যই যুক্ত হতে দেওয়া উচিত না।’

সূত্র : আলজাজিরা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা