প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:৪১ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৪:০৯ পিএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত হওয়ার পর হাজার হাজার নাগরিক তাদের ফ্লাইটের টিকিট বাতিল করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এ বিষয়ে জানিয়েছে।
জেজু এয়ার কোম্পানির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বিমান কোম্পানিটির প্রায় ৬৮ হাজার ফ্লাইট রিজার্ভেশন বাতিল করা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট ছিল ৩৩ হাজারের বেশি। আর আন্তর্জাতিক রুটের জন্য ৩৪ হাজারের বেশি ফ্লাইট রিজার্ভেশন বাতিল করা হয়েছে।
এয়ারলাইনটি জানিয়েছে,গত রবিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ান কাউন্টির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ জন আরোহী নিয়ে তাদের ফ্লাইট ৭সি২২১৬ বিধ্বস্ত হওয়ার পর বেশিরভাগ যাত্রী তাদের টিকিট বাতিল করেছেন।
দেশটির কর্তৃপক্ষ এই ভয়ায়বহ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে। তবে তারা সম্ভাব্য কারণ হিসেবে পাখির আঘাতের দিকে মনোনিবেশ করছে।
তবে সোমবার কিছু বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক বিমানবন্দরে একটি কংক্রিটের ঢিবির অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। এটি না থাকলে দুর্ঘটনায় বিপুল সংখ্যক হতাহত এড়ানো যেত কিনা সে প্রশ্নও তুলেছেন তারা।