প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:০৫ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
ইউক্রেন-রাশিয়ার নতুন বন্দিবিনিময়ের অংশ হিসেবে উভয় পক্ষের ৩০০ জনের বেশি বন্দি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৫০ জন রুশ সেনা দেশে ফিরছেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, ১৮৯ জন ইউক্রেনীয় রুশ বন্দিদশা থেকে দেশে ফিরেছেন। মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয়দের মধ্যে সামরিক কর্মকর্তা, সেনা, সার্জেন্টসহ ১৮৭ জন সদস্য ও দুজন বেসামরিক নাগরিক রয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, মুক্তি পাওয়া সেনাদের মধ্যে যারা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মারিউপোল শহর ও কৃষ্ণ সাগরের স্নেক দ্বীপের জন্য লড়াই করেছিলেন সেই সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন।
যুদ্ধবন্দিদের চিকিৎসার জন্য সমন্বয়কারী সদর দপ্তর অনুসারে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এখন পর্যন্ত ৫৯টি বন্দিবিনিময় সম্পন্ন হয়েছে।
এ বন্দিবিনিময়ের ফলে রাশিয়ান বন্দিদশা থেকে ইউক্রেন সামরিক বাহিনীর ৩ হাজার ৯৫৬ জন সদস্য ও বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। কেবল চলতি বছরেই রাশিয়ান বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন ১ হাজার ৩৫৮ জন ইউক্রেনীয়।
সূত্র : রয়টার্স, সিনহুয়া