× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১২৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:০৬ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এবিষয়ে জানানো হয়েছে।

জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে যাত্রা করছিল। রবিবার সকাল ৯টা ৩ মিনিটে মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে নেমে একটি দেয়ালে ধাক্কা খেলে তাতে আগুন ধরে যায়। যার ফলে এ হতাহতের মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত এক ক্রু সদস্যসহ দুইজন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি আরোহীরা সবাই এ দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিমানটি বিধ্বস্ত হওয়ার সময়কার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, অবতরণের সময় বিমানটি দ্রুতগতিতে রানওয়ে ধরে এগিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড পর বিমানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এর পরপরই হঠাৎ সেটিতে আগুন ধরে যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ইয়োনহাপ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কা লাগায় ল্যান্ডিং গিয়ারে জটিলতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে, এর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হচ্ছে।

সূত্র : রয়টার্স
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা