প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ১০:০২ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪ ১১:৫৮ এএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ১৮১ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৬২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। রবিবার (২৯ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। দেশটির স্থানীয় সময় রবিবার সকাল ৯টার পর অবতরণের সময় ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয় ।
সাউথ জিওলা ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩৭ জন নারী।
ইয়োনহাপ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় ‘পাখির সংস্পর্শে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায়’ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, যাত্রীদের মধ্যে দুজন থাই নাগরিক ও বাকিরা কোরিয়ার নাগরিক ছিলেন।