× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটক নিষিদ্ধের আইন স্থগিত করতে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের অনুরোধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:০৪ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি  : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয় সমাজমাধ্যম টিকটক নিষিদ্ধ করা বা এর বিক্রি বাধ্যতামূলক করার একটি আইন বাস্তবায়ন স্থগিত করতে দেশটির সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

এ আইনের আওতায় আগামী ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের চীনা মালিক বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে প্ল্যাটফর্মটি বিক্রি করে দিতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রে এ প্লাটফর্মটি নিষিদ্ধ করে দেওয়া হবে।

কিন্তু এর একদিন পর ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টোর দায়িত্ব গ্রহণ করার কথা ট্রাম্পের। তাই তিনি অনুরোধ জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এ ইস্যুতে ‘রাজনৈতিক সমাধানের’ জন্য তাকে সময় দেওয়া উচিত।

ট্রাম্পের অনুরোধের পর ১০ জানুয়ারি এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত এপ্রিলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না করলে দেশটিতে টিকটক নিষিদ্ধ করে দেওয়া-বিষয়ক একটি বিলের পক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি আইনটি তুলে নিতে অনুরোধ জানিয়েছে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান। কিন্তু আদালত যদি পরবর্তী শুনানিতে তাদের পক্ষে আদেশ না দেন, তাহলে ১৯ জানুয়ারি থেকে অর্থাৎ ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার এক দিন আগে যুক্তরাষ্ট্রে সত্যিই টিকটক নিষিদ্ধ হয়ে যাবে।

ট্রাম্পের প্রধান আইনজীবী ড. জন সউর বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এ বিতর্কের (টিকটক নিষিদ্ধ করা) মেরিট নিয়ে কোনো অবস্থান নিচ্ছেন না। পরিবর্তে, টিকটক নিষিদ্ধে ১৯ জানুয়ারি ২০২৫–এর যে সময়সীমা রয়েছে, সেটি স্থগিত রাখার বিষয় আদালতকে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। এটি বিবেচনা করা হলে ট্রাম্পের ভবিষ্যৎ প্রশাসন বিষয়টি রাজনৈতিকভাবে সমাধানের সুযোগ পাবে।’

এর আগে গত ডিসেম্বরে টিকটকের প্রধান নির্বাহী (সিইও) শো জি চিউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। সাক্ষাৎ করেন। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছিলেন, টিকটকের বিষয়ে তার একধরনের আকর্ষণ রয়েছে এবং তিনি চান অ্যাপটি অন্তত আরও কিছুদিন যুক্তরাষ্ট্রে সক্রিয়া থাকুক। 

নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, নির্বাচনী প্রচারের সময় এই সামাজিক মাধ্যমটিকে তিনি কোটি কোটি ভিউ পেয়েছেন।

তবে টিকটকের বিষয়ে এর আগে ট্রাম্পের অবস্থান ছিল ঠিক বিপরীত দিকে। টিকটক চীনা মালিকানাধীন হওয়ায় ২০২০ সালে তিনি যুক্তরাষ্ট্রে এটি নিষিদ্ধ করার ও আমেরিকার প্রতিষ্ঠানগুলোর কাছে জোরপূর্বকভাবে এটি বিক্রি করানোর উদ্যোগ নিয়েছিলেন।  

সূত্র : রয়টার্স
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা