প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:৩২ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভুল করে লোহিত সাগরের ওপর তাদের নিজেদের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। রবিবার (২২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, রবিবার ভোরে তারা ভুল করে তাদেরই একটি বিমান ভূপাতিত করেছে। বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। ভূপাতিত হওয়ার সময় তারা উভয়ই বিমান থেকে বের হয়ে আসেন।
দেশটির সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পাইলটকেই জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তাদের মধ্যে একজন সামান্য কিছু আঘাত পেয়েছেন। ঘটনাটির পূর্ণ তদন্ত করা হচ্ছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুলিতে দেশটির নৌবাহিনীর এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছে। এটি যুদ্ধবিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করছিল। হ্যারি এস ট্রুম্যানের নিরাপত্তা বহরে থাকা ক্ষেপণাস্ত্র ক্রুজার গেটিসবার্গ ভুল করে গুলি চালিয়ে বিমানটিকে ভূপাতিত করেছে।
গত শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ইরানপন্থী ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি দ্বারা পরিচালিত একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও একটি কমান্ড-এন্ড-কন্ট্রোল স্থাপনায় নিখুঁত বিমান হামলা চালিয়েছে। অভিযানের সময় তারা লোহিত সাগরের ওপরে একাধিক হুতি একমুখী মনুষ্যবিহীন ড্রোন ও জাহাজ–বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র (এএসসিএম) গুলি করে ভূপাতিত করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
গত বছরের নভেম্বর থেকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে একাত্মতা জানাতে লোহিত সাগরে ইসরায়েল ও তার সমর্থকদের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজ লক্ষ করে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতিরা। এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।