প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৫ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৮ পিএম
বিমান হামলার স্থান থেকে ধোঁয়া উঠছে। ২০২৪ সালের ৪ অক্টোবর ইয়েমেনের রাজধানী সানা থেকে তোলা। ছবি : সংগৃহীত
ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এ হামলা চালানো হয়েছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, বিমান হামলাগুলো দেশটির আত্তান এলাকায় আঘাত হেনেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। হতাহতের সংখ্যাও প্রকাশ করা হয়নি।
সানার বাসিন্দারা জানিয়েছেন, আত্তান মাউন্টেনের একটি ক্ষেপনাস্ত্র ডিপোতে বিমান হামলাগুলো চালানো হয়েছে। এটি রাজধানীর দক্ষিনাঞ্চলে হুতি নিয়ন্ত্রিত একটি সামরিক ঘাঁটি।
আত্তান মাউন্টেনে এ বিমান হামলার পর পুরো শহরজুড়ে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির দ্বারা পরিচালিত একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও একটি কমান্ড-এন্ড-কন্ট্রোল স্থাপনায় নিখুঁত বিমান হামলা চালিয়েছে।
বিবৃতিতে সেন্টকম বলেছে,‘অভিযানের সময়, সেন্টকম বাহিনী লোহিত সাগরের ওপরে একাধিক হুতি একমুখী মনুষ্যবিহীন ড্রোন ও জাহাজ–বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র (এএসসিএম) গুলি করে ভূপাতিত করেছে।’
শনিবার ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ ইসরায়েলি আহত হন। হুতি সে হামলার দায় স্বীকার করেছে। এর কয়েক ঘণ্টা পরই এই বিমান হামলা চালানো হলো।
সূত্র : সিনহুয়া