প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ১২:২৯ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪ ১৩:৪১ পিএম
লারা ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিদায়ী সিনেটর মার্কো রুবিওর স্থলাভিষিক্ত হওয়ার জন্য তিনি তার নাম বিবেচনা থেকে সরিয়ে নিয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
রুবিওকে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। ধারণা করা হচ্ছে ওই দিনই পদত্যাগ করবেন রুবিও। তার স্থানে অন্য কাউকে বেছে নেবেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস।
রুবিও পদত্যাগ করলে তার স্থানে লারা ট্রাম্পকে স্থলাভিষিক্ত করার জল্পনা করা হচ্ছিল। তবে শনিবার তিনি জানিয়ে দিয়েছেন যে, তিনি রুবিওর স্থলাভিষিক্ত হওয়ার কথা ভাবছেন না।
লারা ডোনাল্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পকে বিয়ে করেছেন। তিনি ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রুবিও পদত্যাগ করলে তার স্থানে তাকে স্থলাভিষিক্ত করার জল্পনা করা হচ্ছিল। তবে শনিবার তিনি জানিয়ে দিয়েছেন যে, তিনি রুবিওর স্থলাভিষিক্ত হওয়ার কথা ভাবছেন না।
রুবিও স্থলাভিষিক্ত হওয়া প্রসঙ্গে সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে লারা ট্রাম্প জানিয়েছেন, অনেক চিন্তাভাবনার পর ও অনেকের কাছ থেকে উৎসাহ পাওয়ার পর তিনি নিজের নাম এই বিবেচনা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি পোস্টে লিখেছেন, তিনি নির্বাচনের সময় রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করে যে পরিমাণ সম্মানিত হয়েছেন তার জীবদ্দশায় তিনি এর চেয়ে বেশি সম্মানিত সম্মানিত হতে পারতেন না। দেশের মানুষ তাকে যে অবিশ্বাস্য সমর্থন দেখিয়েছেন তাতে তিনি সত্যিই অভিভূত।