প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৪:০৯ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৪:১৬ পিএম
ঘটনাস্থলে জনগণের উপচে পড়া ভিড়। বুধবার (১৮ ডিসেম্বর) নাইজেরিয়ার ওয়ো রাজ্যের রাজধানী ইবাদান থেকে তোলা। ছবি : সংগৃহীত
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়ো রাজ্যের রাজধানী ইবাদানে আয়োজিত শিশু কার্নিভালে পদদলিত হয়ে অন্তত ৩০ শিশুর মৃত্যূ হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন। বুধবার (১৮ ডিসেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যম এ বিষয়ে জানিয়েছে।
দেশটির স্থানীয় সময় বুধবার সকালে লাগোসের অর্থনৈতিক কেন্দ্রের কাছে ওয়ো রাজ্যের বাসোরুনের ইসলামিক হাই স্কুলে এ হতাহতের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম টিভিসি নিউজ জানিয়েছে, কার্নিভাল অনুষ্ঠানটির বেসরকারী আয়োজকরা ৫ হাজার শিশুকে নগদ অর্থ বিতরণের পরিকল্পনা ঘোষণা করেন। এ ঘোষণার পর সেই ফানফেয়ারের ভ্যানু হিসেবে বেছে নেওয়া উচ্চ বিদ্যালয়টি প্রবেশের জন্য হুড়োহুড়ি শুরু হয়। আর তখন কার্নিভালটি একটি বিধ্বংসী মোড় নেয়।
রাজ্য গভর্নর সেয়ি মাকিন্দে এক বিবৃতিতে জানিয়েছেন, নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুষ্ঠানের আয়োজকদের গ্রেপ্তার করেছে। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
ওয়ো রাজ্যের তথ্য কমিশনার দোতুন ওয়েলাদে এ হতাহতের ঘটনার জন্য অনুষ্ঠানের আয়োজকদের যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাবকে দায়ী করেছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই অনুষ্ঠানের আয়োজক হল উইমেন ইন নিড অফ গাইডেন্স অ্যান্ড সাপোর্ট ফাউন্ডেশন। যারা গতবছরও শিশুদের জন্য একই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল।
মাকিন্দে আরও জানিয়েছেন, পদপিষ্ট হওয়ার কারণ অনুসন্ধ্যানে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের, সে যে-ই হোক না কেন তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে।
সূত্র : সিনহুয়া, ইন্ডিয়া টিভি