প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫০ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৮ পিএম
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতা আহমেদ আল-শারা। ছবি : সংগৃহীত
সিরিয়া যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে। এটি প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,‘এতো কিছু হয়ে যাওয়ার পর এখন (সিরিয়ার ওপর থেকে) নিষেধাজ্ঞাগুলো অবশ্যই তুলে নিতে হবে। কেননা, এগুলো পুরনো শাসব্যবস্থাকে লক্ষ্য করে আরোপ করা হয়েছিল। ভুক্তভোগী ও নিপীড়কের সঙ্গে একইরকম আচরণ করা উচিত নয়।’
মাত্র ১২ দিনের মধ্যে বাশার আল-আসাদ সরকারের পতন ঘটিয়েছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। এই বিদ্রোহী গোষ্ঠীতে নেতৃত্ব দিয়েছে আল-শারা। তিনি এইচচিএসের প্রধান নেতা। আগে তিনি আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন।
আল-শারা জানিয়েছেন, এইচটিএসকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে হবে। এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়। তারা বেসামরিক নাগরিক বা বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়নি। প্রকৃতপক্ষে বিদ্রোহী গোষ্ঠীটি নিজেদেরকে আসাদ সরকারের নির্যাতনের শিকার বলে মনে করে।
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যসহ আরও অনেকে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের 'বিদেশি সন্ত্রাসী সংগঠনের' তালিকার মধ্যে রয়েছে এই বিদ্রোহী গোষ্ঠীটি।
এই বিদ্রোহী নেতা দাবি করেছেন, তিনি সিরিয়াকে আফগানিস্তানের মতো বানাতে চান না।
এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দেশগুলো একেবারেই আলাদা, তাদের ঐতিহ্যও ভিন্ন। আফগানিস্তান থেকে সিরিয়ার মানসিকতা আলাদা। তিনি নারী শিক্ষায় বিশ্বাসী।
২০১১ সাল থেকে বিদ্রোহীদের দখলে থাকা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কথা উল্লেখ করে শারা বলেন, ‘আট বছরেরও বেশি সময় ধরে ইদলিবে আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে। আমার মনে হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের হাম ৬০ শতাংশের বেশি।’
মদ্যপানের অনুমতি দেওয়া হবে কিনা জানতে চাইলে শারা বলেন, ‘এমন অনেক বিষয় আছে যা নিয়ে আমার কথা বলার অধিকার নেই কারণ সেগুলি আইনি বিষয়।’
সূত্র : বিবিসি